দিদি’র হস্তক্ষেপে কারখানা ফিরে পেলেন কাকলী

1337b39c-7c81-4e62-89b9-9e4নিজস্ব সংবাদদাতা: প্রায় দেড় বছর বহু আইনি লড়াই করে অবশেষে রাজ্যের মানবদরদী মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে এবং শ্রীরামপুর পৌরসভার ২৬ নং ওয়ার্ডের পুর সদস্য রাজীব দত্ত ও ওই ওয়ার্ডের ওয়ার্ড কমিটির সম্পাদক অরুণ মুখার্জী এবং শ্রীরামপুর বিধানসভার বিধায়ক মাননীয় ডঃ সুদীপ্ত রায়ের  সক্রিয় সহযোগিতায় অবশেষে নিজের কারখানার তালা ভেঙে দখল নিতে পারলেন বলে জানালেন হুগলি জেলার শ্রীরামপুরের দক্ষিণ রাজ্যধরপুরের “জয়া কার্বোনেটেড বেভারেজেস অ্যান্ড সিন্থেটিক জুস ম্যানুফ্যাকচারার” এর অন্যতম প্রধান কাকলী নস্কর। তিনি জানালেন ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর ওনাকে কারখানার তালা ভেঙে ভিতরে ঢুকতে নির্দেশ দেওয়ার ফলেই তিনি তাঁর অংশীদারের দ্বারা বেআইনি ভাবে দখল করে রাখা নিজের কারখানা তিনি উদ্ধার করতে পারলেন বলে জানান কাকলী দেবী।

%d bloggers like this: