প্রবীর বোস, হুগলি: সারা দেশের সঙ্গে হুগলি জেলার বৈদ্যবাটিতে বৈদ্যবাটি-শেওড়াফুলি নেতাজী জয়ন্তী কমিটির উদ্যোগে ২৩ জানুয়ারীর প্রভাতে স্থানীয় বি. এস. পার্ক. থেকে এক সুবিশাল পদযাত্রার আয়োজন করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসকে দেশপ্রেম দিবস হিসাবে পালন করে এই পদযাত্রায় অংশ নেয স্থানীয় বিদ্যালয় ও নানান সামাজিক সংগঠন ও সংস্থা। পদযাত্রা শেষ হয় বৈদবাটীর জোড়া আশ্বত্থতলায়। সেখানে নেতাজির আবক্ষ মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিশিষ্ট মানুষজন সহ সমাজের সকল স্তরের দলমত ও সকল ধর্মের সকলে।