দি সেকেন্ড হুগলি হেরিটেজ ডে পালিত হল

serampore-2প্রবীর বোস, হুগলি: হুগলি রিভার কমিশন ও পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনরের যৌথ উদ্যোগে ২৩ জানুয়ারী ২০২০ শ্রীরামপুর কোর্ট চত্বরে পালন করা হলো দি সেকেন্ড হুগলি হেরিটেজ ডে। নতুন রুপে তৈরি হওয়া ড্যানিশ বিল্ডিংএ এদিনের  একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গ হেরিটেজ কমিটির চেয়ারম্যন শুভাপ্রসন্ন ভট্টাচার্য। এদিন জেলার পুরোনো স্থাপত্য নিয়ে একটি বই প্রকাশ করা হয়। তিনি জানান হুগলি জেলার অলিতে গলিতে প্রচুর পুরনো স্থাপত্যে বিল্ডিং  রয়েছে। যেমন শ্রীরামপুরের এই ডেনিশ বিল্ডিং। ডেনিশ গভর্নমেন্টর প্রতিনিধিরা যেভাবে বারে এখানে এসে এই বিল্ডিংটাকে নতুন রুপ দেওয়ার উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। এবার এই গুলোকে কি ভাবে রক্ষা করা হবে তা ভাবতে হবে। এছাড়াও নতুন প্রজন্মকে এই হেরিটেজ পুনরুদ্ধারে এগিয়ে আসার আহবান জানানrishav-new-2-for-web3b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv21efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv209828-9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45mv28032e-9a4f02_f30a731df9274bea8c5fcc56307228d4mv2_d_1801_1201_s_2

%d bloggers like this: