নিজস্ব সংবাদদাতা: মধ্য কলকাতার দুই বাড়ির মধ্যে প্রেমের টানাপোড়েন, এবং এই দুই বাড়ি খাঁড়া বাড়ি ও দালাল বাড়ির মধ্যে নানা ঘটনার ঘাত-প্রতিঘাত নিয়ে আস্তে চলেছে মিন্টু কর্মকারের পরিচালনায় ট্রেড মার্ক নিবেদিত ও সুশান্ত ধাওয়ান প্রযোজিত হাসি মজা ও ক্লাইমেক্স ভরা ছবি বিবাহ আনলিমিটেড। ছবির মুখ্য ভূমিকা থাকছেন অভিষেক চ্যাটার্জী, মেঘনা হালদার, সুজয় ঘোষ, সোমা চক্রবর্তী, শান্তনা বসু, সহ একঝাঁক নতুন মুখ। চিত্রনাট্য ও সংলাপ বিশ্বনাথ হালদার। ছবি সম্পর্কে ছবির পরিচালক মিন্টু কর্মকার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান তার লেখা ও পরিচালনায় এই ছবি আগামীতে সকলের মন জয় করবেই।