আলোনিকার বই প্রকাশ অনুষ্ঠান

FB_IMG_1579766793022নিজস্ব সংবাদদাতা:  সম্প্রতি বারাসাত তিতুমীর সভাকক্ষে আলোনিকা এবং আলোনিকার আবছায়া’র আহ্বানে কবিতা এবং গল্প সংকলন ‘আলোনিকার তোরঙ্গ’ আত্মপ্রকাশ করল। এদিনের মনোজ্ঞ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি অশোক কুমার মুখোপাধ্যায়, উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও গল্পকার ভূতের রাজা  নামে সমধিক পরিচিত শঙ্কর চ্যাটার্জী, বিশিষ্ট কবি এবং সাংবাদিক শুভেন্দু দেবনাথ, কবি-অভিনেতা-গায়ক দয়াল হরি রায়, কবি ও সমাজসেবী অর্কদীপ সাহিত্য সভার সভাপতি সুকুমার রায়, এষণা পত্রিকার সম্পাদিকা কবি ও সমাজসেবী ডঃ দীপ্তি রায় বিশ্বাস  সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পত্রিকা প্রকাশেরর সঙ্গে এদিনের অনুষ্ঠান অন্য মাত্র পায় স্বরচিত কবিতাপাঠ, সঙ্গীত এবং মননশীল সময়োপযোগী আলোচনায়।

সংস্থার সম্পাদক সুরজ কুন্ডু’র  সংক্ষিপ্ত বক্তব্য মানুষের মন জয় করে নেয়। সহ সম্পাদিকা পিয়াশা কুন্ডু, সহ সভাপতি প্রদীপ্ত ব্যানার্জী এবং পরিচালক মন্ডলীর পক্ষে গোপা ব্যানার্জী, অনন্যা দাস, সুস্মিতা সামন্ত, দেব মাল্য মুখোপাধ্যায়, সঞ্চারী ভট্টাচার্য এবং সুস্মিতা দাসের আতিথেয়তা অন্যমাত্রা দান করে এদিনের অনুষ্ঠানটিকে।

1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2

সংগীতের মূর্চ্ছনায় উপস্থিত সকলের হৃদয় জয় করে নেন শুভ্রা চক্রবর্তী, রীতা বিশ্বাস, গোপা ব্যানার্জী, দীপ্তি রায় বিশ্বাস ও মিঠু চ্যাটার্জী। পূরবী রায়, সঞ্জয় কুন্ডু, অঙ্কিতা ঘোষ, সুস্মিতা দাস, পার্থসারথি কর, শুভ্র কান্তি দাস এবং শিশু বাচিক শিল্পী অদৃজা খাঁ’র কবিতা পাঠ সকলকে মুগ্ধ করে।

আলোনিকার পক্ষ থেকে সকল কবি এবং সাহিত্যিক জনকে সম্মাননা পত্র ও মেডেল প্রদান করা হয়। অনুষ্ঠানটি কে সঠিক ভাবে পরিচালনার সিংহভাগ কৃতিত্বের দাবিদার সোমনাথ দাস, অলকেশ দে, সৌম্য রায়, সোমা পান্থি। সমগ্র অনুস্থাংতির সঞ্চালন ছিলেন সভাপতি অসীম মজুমদার এবং মিঠু চ্যাটার্জী।

rishav-new-2-for-web3b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv2e361c-9a4f02_0be407e5fd5a4ec6bb10d9beede4c2afmv292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv28032e-9a4f02_f30a731df9274bea8c5fcc56307228d4mv2_d_1801_1201_s_209828-9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45mv2

%d bloggers like this: