শুরু হলো নবগ্রাম উৎসব

 

প্রবীর বোস, হুগলি: শুরু হলো নবগ্রাম গ্রামপঞ্চায়েতের উদ্যোগে নবগ্রাম উৎসব।রবিবার থেকে কোন্নগরের নবগ্রামে শুরু হলো এই উৎসব। উৎসব চলবে সাতদিন ধরে। এই উৎসবে থাকছে ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, সুইমিং, আঁকা সহ বিভিন্ন প্রতিযোগিতা। হুগলি জেলার বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণকরবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানান হয়। এদিন উত্‍সবের সূচনা হয় কোন্নগর স্টেশনের সামনে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে উপস্থিত ছিলেন নবগ্রাম গ্রামপঞ্চায়েতের প্রধান শিবানী দত্ত,উপপ্রধান গৌর মজুমদার সহ পঞ্চায়েতের সমস্ত সদস্যরা।

 

%d