নিজস্ব সংবাদদাতা, হুগলি: দেশে নাগরিক সংশোধনী আইন ও এনারসি এর প্রতিবাদে হুগলি জেলার চুঁচুড়ায় বিশাল মিছিল সংগঠিত করল হুগলি জেলা তৃণমূল। গতকাল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে জেলা তথা রাজ্যের তৃণমূল নেতৃত্বদের সকলের উপস্থিতিতে চুঁচুড়া খাদিনা মোড় থেকে চুঁচুড়া ঘড়ির মোড় পর্যন্ত এই মিছিল। মিছিলে পা মেলান শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যান ব্যানার্জী, রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত, চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরিকান্ত মুখার্জী সহ তৃণমূলের বহু নেতা কর্মীরা। মিছিলে পা মেলান কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্থকরা।এ দিন চুঁচুড়াখাদিনা মোড় থেকে চুঁচুড়া ঘড়ির মোড় পর্যন্ত হয় তৃণমূলের এই বিশাল মিছিল।