চন্দননগরে সর্বধর্ম সমন্বয়ে বিবেকানন্দের জন্মদিবস পালন

প্রবীর বোস, হুগলি: চন্দননগর জাগো যুব শক্তি পরিচালনায় ও ব্যবস্থাপনায় স্বামী বিবেকানন্দ ১৫৭ তম জন্মদিন উদযাপন উপলক্ষে রবিবার সন্ধ্যায় চন্দননগর বড়বাজারের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই সন্ধ্যার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর মহুকুমা শাসক মৌসুমি সাহা ,চন্দননগর গির্জার ফাদার, চন্দননগর মসজিদের ইমাম সাহেব, চন্দননগর পৌরনিগমের পক্ষ থেকে ছিলেন জহির হালদার এবং চন্দননগর জাগো যুব শক্তির পক্ষে আব্দুল সাত্তার ও তাপস কুমার দে। সন্ধ্যায় চন্দননগর জাগো যুব শক্তির পক্ষ থেকে চন্দননগরের পঞাশ জন গরীব মানুষের হাতে শীত বস্ত্র তুলেদেন এই সন্ধ্যার অনুষ্ঠানের অতিথিয়েরা।

%d bloggers like this: