সোমনাথ মন্ডল, দুর্গাপুর: ১২ ই জানুয়ারী ২০২০, বিবেকানন্দের জন্মদিবসে রাজ্য সরকারের উৎসাহে দুর্গাপর নগর নিগম আয়োজিত ও দুর্গাপুর নগর নিগমের যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায় ২০১৯ -২০২০ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হল সিটি সেন্টার সৃজনী হলে। উপস্থিত ছিলেন মেয়র দিলীপ আগস্তি মহাশয়, ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় মহাশয়া, রাখী তেওয়ারী মহাশয়া, কাউন্সিলার রমাপ্রসাদ বাবু সহ বিভিন্ন গন্যমান্য মানুষেরা। এদিন এই অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় মাধ্যমিকে সাতটি বিষয়েই লেটারমার্কস প্রাপ্ত ভিড়িঙ্গী গার্লস হাইস্কুলের কৃতী ছাত্রী গোপালমাঠের গর্ব রুনা মন্ডলকে। অনুষ্ঠানে পরিবেশিত হয় নানা রঙের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।