স্বরূপম চক্রবর্তী: শনিবার ১১ জানুয়ারী হুগলি জেলার রিষড়ার সেবক সঙ্ঘ সভাগৃহে শুভ উদ্বোধন হল মারোয়াড়ি যুবা মঞ্চের বাংলা-সিকিম ২৬ তম প্রান্তীয় অধিবেশন বা ধরোহর পর্ব। এই অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলার ৫৬ শাখার মধ্যে ৩০টি শাখার ২৫০ জন প্রতিনিধি। দুদিন ব্যাপী এই অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র, প্রহ্লাদ গোয়েঙ্কা, নন্দকিশোর আগরওয়াল, প্রকাশ চন্ডালিয়া, সুবোধ দাগা, ওমপ্রকাশ আগরওয়াল, তমাল মুখার্জি, সঞ্জয় শর্মা, উমেশ গর্গ, প্রমোদ শাহ, অমিত আগরওয়াল,প্রদীপ জিউরাজকা, মনোগ্যা লোইওয়াল সহ বিশিষ্টজনেরা। জীব সেবাই শিব সেবা, আর এই ভাবনায় ভাবিত হয়ে পথ চলছেন এই বাংলার মারোয়াড়ি যুবা মঞ্চ তাই প্রতিফলিত হল এই অধিবেশনের উদ্বোধনী সন্ধ্যায়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা সম্পাদক শ্রী মোহিত গুপ্ত, শাখা সভাপতি শ্রী সুশীল ভাওসিংকা , ডিভিশনাল ভাইস-চেয়ারম্যান শ্রী প্রমোদ আগরওয়াল, প্রাদেশিক সভাপতি শ্রী বিপুল শর্মা, কমিটির সম্পাদক শ্রী অশোক পুরোহিত, প্রাদেশিক সাধারণ সম্পাদক শ্রী ধীরজ নাহার, সহকারী সচিব শ্রী ধর্মরাজ মাহেশ্বরী সহ অন্যান্যরা।