প্রবীর বোস, হুগলি: হুগলি জেলার রিষড়ার বাঘখাল এলাকার জি টি রোডে এক বিরল প্রজাতির প্রাণীর মৃতদেহ দেখে রীতিমত উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। অবিকল বাঘের মত দেখতে মৃত এই প্রাণীটিকে দেখতে ভিড় জমান প্রচুর মানুষ। স্থানীয় জনগণ জানান, এই এলাকায় দুটি কারখানার ঘন জঙ্গলে থাকলেও থাকতে পারে বাঘের মত দেখতে ভাম জাতীয় এই প্রাণী। ঘটনাস্থলে হাজির হন রিষড়া থানার পুলিশ ও জেলা বনবিভাগের কর্মীরা।