সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতা: পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে যে তাঁদের দল অনেকটাই চিন্তান্বিত, এবং এই মূহুর্তে এই রাজ্যের বর্তমান অবস্থা সম্পর্কে তাঁরা বলেন যে সকল ঘটনা এই রাজ্যের বুকে ঘটে চলেছে, তাঁর প্রকৃত কারণ এই রাজ্যের বর্তমান শাসক দলের অযোগ্যতাই দায়ী। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণ কাণ্ডের প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে পথে নামল রাজ্য বিজেপি। গতকাল রাজ্য বিজেপির পক্ষ থেকে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে এক বিশাল মিছিল কলকাতার পথ পরিক্রমা করে। অগ্নিমিত্রা পাল বলেন সম্প্রতি নৈহাটিতে যে ঘটনা ঘটেছে তাঁর এন.আই.এ তদন্তের দাবীও করেন। তিনি দাবি করেন এই রাজ্য সরকারের আমলে এই রাজ্যে গনতন্ত্র এমন জায়গায় গিয়ে থেকেছে যে বিরোধীদের মিছিল-মিটিং করতে গেলে বিচারালয় থেকে অনুমতি নিয়ে আসতে হয়।