হিন্দমোটরে বন্দুক ঠেকিয়ে ৪ লাখ টাকা নিয়ে চম্পট

Untitled12.jpgপ্রবীর বোস, হুগলি: হিন্দমোটরে বন্দুক ঠেকিয়ে বাইক আরহীর কাছ থেকে চার লাখ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা। ঘটনাটি ঘটেছে হিন্দমোটর মাইতি পাড়া এলাকায়। প্রত্যেক দিনের মতো সোমবার বিকেলে একটি বেসরকারি সংস্থার কর্মী (বাবাই) টাকা কালেকশন করছিল,  ছোট খাটো দোকান, শপিং মল থেকে।  সেই সময় তিনটি বাইকে করে পাঁচ জনের একটি দুষ্কৃতি দল তার উপর চড়াও হয়। প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। মাইতি পাড়ার কাছে তাকে বাইক থেকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। তারপর তাকে মারধর করে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। দুষ্কৃতিরা এলাকা ছাড়ার সময় বন্ধুক উঁচিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে পালিয়ে যায়। এলাকার মানুষ ধাওয়া করলে দুষ্কৃতিরা একটি মোটরসাইকেল ফেলে পালায়। এই ঘটনার পরে আতঙ্কে এলাকা বাসীরা। মঙ্গলবার থেকে ঘটনার তদন্তে নেমে একটি বহু তলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিশ। টাকা কালেকশন করতে আসা বাবাই এর বাড়ী ডানকুনিতে। বাবাই কে উত্তরপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর জিজ্ঞাসা বাদের জন্য পুলিশ থানায় নিয়ে যায়। দুষ্কৃতিরা প্রত্যেকেই হেলমেট পড়া অবস্থায় ছিল।পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে বাইকের হদিশ চালাচ্ছে।

%d bloggers like this: