নতুন বছরের শুরুতেই বন্ধ হয়ে গেল ভদ্রেশরের নর্থ ব্রুক জুটমিল

norh-brook-jute-mill-gate.jpgপ্রবীর বোস, হুগলি: নতুন বছরের প্রথমেই বন্ধ হয়ে গেল ভদ্রেশরের নর্থ ব্রুক জুটমিল। মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখতে পায় জুটমিলের গেটে জুটমিল বন্ধের নোটিস ঝুলিয়ে দিয়েছে জুটমিল কতৃপক্ষ। নতুন বছরে হটাৎ করে জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে শ্রমিকরা।বর্তমানে ৪৫০০ শ্রমিক কাজ করে ভদ্রেশরের নর্থ ব্রুক জুটমিলে। কিন্তু হঠাৎ করে জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে শ্রমিকরা।north-brook-jute-mill.jpg

 

%d bloggers like this: