থানা ঘেরাও বিজেপির

bjp-thana-gerao.jpgপ্রবীর বোস, হুগলি: লকেট চ্যাটার্জীর নেতৃত্বে সোমবার সন্ধ্যায় ভদ্রেশ্বর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতা কর্মীরা। সোমবার সকালে লকেট চ্যাটার্জীর নেতৃত্বে অভিনন্দন যাত্রা করে বিজেপি সেই যাত্রা আটকে দেয় পুলিশ। এরপর বেশকিছু বিজেপি কর্মী সমর্থকদের আটক করে ভদ্রেশ্বর থানার পুলিশ।আটক কর্মী সমর্থকদের ছাড়াতে থানায় আসে বিজেপি সাংসদ লকেট।এরপর বিজেপি কর্মী সমর্থকরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। এদিন CAA এর সমর্থনে ভদ্রেশ্বর থেকে ত্রিবেনি প্রধানমন্ত্রী “অভিনন্দন যাত্রায়” অংশহনকারী কর্মীদের বাইক, গাড়ি পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায়  আটকে দেয় বলে জেলা বিজেপি’র পক্ষ থেকে জানান হয়।

%d bloggers like this: