জেএনইউ তে গুন্ডা বাহিনীর হামলার প্রতিবাদে মিছিল

sfi.jpgপ্রবীর বোস, হুগলি: জেএনইউ ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ সহ অন্যান্য ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উপর গুন্ডা বাহিনীর আক্রমণের প্রতিবাদে সোমবার ডানকুনি হাউসিং থেকে কালিপুর অবধি এক বিশাল মিছিল করলো এসএফআই ও ডিওয়াইএফআই। মিছিলে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই হুগলি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মনোজ গায়েন ও এসএফআই হুগলি জেলা কমিটির সদস্য রূপসী দাস।

%d bloggers like this: