৮ জানুয়ারী সাধারন ধর্মঘটের সমর্থনে মিছিল

ত্রিপুরা থেকে শিবজ্যোতি মল্লিক: বিজেপি সরকারের বিভিন্ন জন বিরোধী নীতির বিরুদ্ধে ১২ দফা দাবীতে দেশ ব্যাপী

79c1ec45-252b-4efb-aa41-d71.jpg

ডাকা ৮ জানুয়ারী সাধারন ধর্মঘটের সমর্থনে সারা রাজ্যের সাথে বিলোনিয়াতেও রবিবার মিছিল করল সিপিএম। এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক বাসুদেব মজুমদার ও মহকুমা সম্পাদক তাপস দত্ত, বিজয় তিলক সহ অন্যান্যরা। মিছিলটি বিলোনিয়া পার্টি অফিস থেকে শুরু হয়ে শহরের ১নং টিলা হয়ে  পুরোনো মোটর স্ট্যান্ডে  আসে, এবং সেখানে পথসভায় বন্ধের সমর্থনে ভাষণ দেন বিজয় তিলক, তাপস দত্ত ও বাসুদেব মজুমদার সহ অন্যান্যরা।

%d