হুগলিতে জনগণের প্রতিবাদে হার মানল প্রশাসন

prabir_chandannagar_5.1.20.jpgপ্রবীর বোস, হুগলি: জনগণের প্রতিবাদে হার মানল প্রশাসন। কয়েক দিন আগেই হুগলি জেলার চন্দননগর শহরের বিভিন্ন জায়গার রাস্তায় যানবাহন চলাচলের নিয়ন্ত্রণের জন্য বসানো হয়েছিল স্পিড ব্রেকার বা বাম্পার। সেই বাম্পার লাগানোর বিরুদ্ধে চন্দননগরের আপামোর বাসিন্দারা প্রতিবাদ করেন। প্রতিবাদের ফলস্বরূপ আজ থেকে সেই বাম্পার গুলোকে খুলে দেওয়ার কাজ শুরু হল চন্দননগর জুড়ে।

%d bloggers like this: