পাবিয়াছড়ায় গণ অবস্থান

WhatsApp-Image-2020-01-05-aত্রিপুরা থেকে শিবজ্যোতি মল্লিক: ত্রিপুরার পাবিয়াছড়া ব্লক কংগ্রেস, যুব কংগ্রেস, জনজাতি কংগ্রেসের উদ্যোগে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে কুমারঘাট থানার সামনে এক গনধর্ণার মাধ্যমে আন্দোলন সংঘটিত হয়। উক্ত আন্দোলনে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া  ব্লক কংগ্রেসের  সভাপতি অসিত দেব, যুব কংগ্রেসের সভাপতি পূজন বিশ্বাস, অর্ধেন্দু দাশগুপ্ত, প্রসেনজিত দাস, আর্নিকা সাহা, শ্রেয়সী লস্কর সহ অন্যান্য নেতৃবৃন্দ। ব্লক সভাপতি জানান যে তাদের চার দফা দাবি গুলির মধ্যে রয়েছে (১) সুনাইমুরি এবং সায়দাবাড়ির ৪৫ বছরের পুরনো কংগ্রেস অফিস জালিয়ে দেওয়া সকল দুষ্কৃতীকারীদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। (২) কুমারঘাট থানা এলাকায় প্রতিনিয়ত অসামাজিক ও রাজনৈতিক সন্ত্রাস বৃদ্ধি পেতে চলেছে উক্ত সন্ত্রাসবাদীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। (৩) বিরোধীদের উপরে রাজনৈতিক মিথ্যা মামলা বন্ধ করতে হবে। (৪) কুমারঘাট উচ্চ বালিকা বিদ্যালয় চলাকালীন সময়ে প্রশাসন থেকে নিরাপত্তা ব্যবস্থা করতে হবে।

%d bloggers like this: