নিজস্ব সংবাদদাতা, হুগলি: আগামীকাল থেকে হুগলির রিষড়ার স্টেশন সংলগ্ন মৈত্রী পথে বসতে চলেছে ৩০ তম রিষড়া মেলার আসর। এই মেল কে কেন্দ্র করে ইতিমধ্যেই সেজে উঠেছে মিনি ইন্ডিয়া হিসাবে পরিচিত উপনেবেশিক জেলা হুগলির এই শহর রিষড়া। আজ এই উপলক্ষে রিষড়া পৌরসভার সভাগৃহে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রিষড়া মেলার সভাপতি ও রিষড়া পৌরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র জানান, এই বছর রিষড়া মেলার শুভ উদ্বোধন হতে চলেছে আগামীকাল অর্থাত্ ৪ জানুয়ারী । মেলা চলবে আগামী ১৫ জানুয়ারী অবধি। মেলার উদ্বোধনে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন শ্রীরামপুর লোকসভার মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রীরামপুর বিধানসভার মাননীয় বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়, হুগলি জেলা শাসক ওয়াই রত্নাকর রাও, চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার ডঃ হুমায়ুন কবির সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিজয় বাবু বলেন মেলার অমর পাল ও রুমা গুহ ঠাকুরতা শীর্ষক সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিনই সন্ধায় থাকবে বাংলা, হিন্দী ও উর্ধু ভাষার সাংস্কৃতিক অনুষ্ঠান। যে সকল তারকা শিল্পী এই বছর রিষড়া মেলার আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে তাঁরা হলেন সঙ্গীত শিল্পী সুদেশ ভোসলে, অঙ্কিতা ভট্টাচার্য, মহা লক্ষ্মী আইয়ার, নিশা পান্ডে, বিনয় বিহারী সহ আরও অনেক বিশিষ্ট শিল্পী। এছাড়াও রিষড়া মেলায় প্রতিবারের মত এই বছরেও থাকছে ক্ষুদ্র-কুটির ও বৃহত্ শিল্পের স্টল, বই, বস্ত্র, বিজ্ঞান ও চিত্র প্রদর্শনী, শিশুদের জন্য নানা আনন্দ উপকরন, খাদ্যমেলা, এবং নানা সামাজিকও বিসরের ওপর আলোচনা সভা। সাংবাদিক সম্মেলনে বিজয় সাগর মিশ্র জানান এবছর রিষড়া মেলায় ৩৫০টি স্টল থাকছে।
এছাড়াও তিনি জানান আগামীকাল রিষড়া মেলায় রিষড়া পৌরসভার নাগরিকদের সঠিক পরিষেবা দেবার জন্য ও সকল সমস্যা সমাধানের জন্য ‘সমাধান রিষড়া ‘ শীর্ষক একটি মোবাইল অ্যাপের উদ্বোধন করা হবে, যার মধ্যমে এই পৌরসভার সকল নাগরিক তাদের নানান সমস্যা তারা সরাসরি পৌরসভার নিদির্ষ্ট দপ্তরে পৌঁছে দিতে পারবেন।