বারাসাত কালিতলা দুর্গোৎসব পুজো কমিটির উদ্যোগে ফল মিষ্টি বিতরণ

Untitledswss.jpgপ্রবীর বসু,হুগলি: একটু অন্যভাবে নতুন বছরের প্রথম দিন পালন করলো চন্দননগর বারাসাত কালিতলা দুর্গোৎসব পুজো কমিটির সদস্যরা। বুধবার বছরের প্রথম দিন চন্দননগর মহকুমা হাসপাতালে ৩টি নতুন বেড, সদ্যোজাত শিশুদের সরঞ্জাম, রুগী ও রুগীর পরিবারদের হাতে ফল মিষ্টি তুলে দিয়ে নতুন বছর শুরু করলেন চন্দননগর বারাসাত কালিতলা দুর্গোৎসব পুজো কমিটির সদস্যরা তাদের ৭৫ বর্ষ পূর্তির অঙ্গ হিসাবে। এদিন সকালে এলাকার মানুষদের নিয়ে এক বিশাল পদযাত্রাও করেন ক্লাব সদস্যরা।

 

%d bloggers like this: