সামাজিকতার এক অনন্য দলিল “এক দিনের স্বাধীনতা”

WhatsApp-Image-2019-12-28-at-11.169898.jpgনিজস্ব সংবাদদাতা: বর্তমান দেশের পরিস্থিতির ফলে যখন প্রতিটি নাগরিক এক প্রশ্নের সামনে উপস্থিত, ঠিক সেই সময় চিত্র পরিচালক রাজকুমার দাস তৈরী করে ফেলেছেন সম্পুর্ন ছোটদের নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র “এক দিনের স্বাধীনতা”। সম্প্রতি যাদবপুরে শহীদ স্মৃতি সংঘ আয়োজিত চতুর্থ স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উত্‍সবে প্রথম প্রদর্শিত হলো রাজকুমার দাস পরিচালিত এই ছবিটি। বর্তমানে আমরা ঠিক কতটা স্বাধীন সেই ঘটনাই তুলে ধরেছেন পরিচালক। এক অনাথ পথ শিশুর কাছে স্বাধীনতা ঠিক কী বার্তা নিয়ে তাঁদের মননে চিন্তনে বিরাজ করে সেই ঘটনাকে প্রস্ফুটিত করার প্রয়াস করা হয়েছে। চিত্রনাট্যের বাঁধুনিতে কিছুটা হলেই খামতি থেকে গেলেও যে সামাজিক বার্তা রাজকুমার দাস তাঁর এই সম্প্রতিক ছবিতে তুলে ধরেছেন তা সহজেই মানুষের অন্তরে, মননে, মানুষের স্মৃতিতে বিরাজ করবে তা বলাই যায়।ছবির চিত্রগ্রহনে প্রেম কুমার, সম্পাদনা ও আবহ অনিতেশ অধিকারী। ছবিতে প্রথম অভিনয় করে ছোট্ট শিশু শিল্পী মাস্টার ঋক দাস। উক্ত ফিল্ম ফেস্টিভ্যালে তার হাতে স্মারক ও মানপত্র তুলে দেওয়া হয় কতৃপক্ষের তরফে। ঋক দাস আগামী দিনে সুন্দর অভিনয় করবে তা তার প্রথম ক্যামেরার সামনে স্বতস্ফূর্তভাবে অভিনয় ই প্রমান করে। চিত্রসাথী ফিল্মস এর ব্যানারে নির্মিত ছবির প্রযোজনায় শ্রীমতী মৌসুমী দাস।

1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2

তেরো মিনিটের ছবিতে ঋক এর সাথে অভিনয় করেছেন মাস্টার পুষ্পেন্দু মন্ডল ও নীল আকাশ।”এক দিনের স্বাধীনতা”-সকলের কাছে আরও বেশি বেশি করে ভালো লাগবে এই শুভেচ্ছা রইলো।

rishav-new-2-for-web

3b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv2

92a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2

09828-9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45mv2

 

%d