কল্পতরু মেলা ও উৎসবের উদ্বোধন

03d2ceae-4b4d-4425-ac3f-5ffd2ab8c50b.jpgঅভিজিত্‍ দাস, দুর্গাপুর: নতুন  বছরের  প্রথম  দিন  বুধবার  দূর্গাপুরে কল্পতরু উৎসব ও দূর্গাপুর সাংস্কৃতিক  মেলা শুরু হলো। এই কল্পতরু মেলা ও উৎসবের উদ্বোধন করলেন আসানসোল ও দূর্গাপুর দুই পুরনিগমের  দুই মেয়র জিতেন্দ্র  তেওয়ারি  ও দিলীপ অগস্থি, উপস্থিত ছিলেন দূর্গাপুর পুরনিগমের মেয়র পারিষদ সহ অন্যান্যরা। দূর্গাপুরের গ্যামন ব্রিজ লাগোয়া ময়দানে এই মেলা ও উৎসব চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। মেলায় ৪০০ এরও বেশি স্টল থাকছে। মেলার মাঠের নিরাপত্তার  জন্য আলাদা করে সি সি ক্যামেরা লাগানো ও তিনশোর মতো স্বেচ্ছাসেবক রাখা হয়েছে। আলাদা করে শৌচাগারের ব্যবস্থাও করা হয়েছে।

rishav-new-2-for-web

3b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv2

1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2

92a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2

09828-9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45mv2

%d bloggers like this: