সঞ্জয় মুখোপাধ্যায়: সম্প্রতি কলকাতার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হল জিও গুরু আয়োজিত জিও কিং এন্ড কুইন মিস্টার, মিসেস ও মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনালের ফাইনাল। এই ফাইনালে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সরোদ বাদক পন্ডিত দেবজ্যোতি বোস, বিশিষ্ট উদ্যোগপতি সুরেশ শেঠিয়া, সঙ্গীতশিল্পী অনিক ধর, এছাড়াও উপস্থিত ছিলেন প্রযোজক ও অভিনেতা আরবাজ খান, যিনি এই প্রতিযোগিতার অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অনুষ্ঠানে সংচালিকা ছিলেন বেতার ঘোষক রূপসা।