ক্রীড়া সংবাদদাতা: একমাসব্যাপী চলা কর্পোরেট জগতের টি৩০ ক্রিকেট প্রতিযোগিতার সমাপ্তি ঘটলো সম্প্রতি। এই প্রতিযোগিতার আয়োজক সংস্থা ছিল পাইকপাড়া পিচ বার্নার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ফাইনালে অযোজক দল পিচ বার্নার্স ও সারনার কর্পোরেশনের মধ্যে খেলায় আয়োজক দল ৮ উইকেটে ১০ ওভার বাকি থাকতেই জেতার প্রয়োজনীয় রান তুলে নেয়। ফাইনালের সেরা হিসাবে বিবেচিত হন পিচ বার্নার্স দলের সঞ্জীব দত্ত। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আর্চিটেক্ট এর অলরাউন্ডার সুদীপ্ত শীল ২টি ম্যাচ খেলে ১০৫ রান এবং ৫টি উইকেট নেবার সুবাদে ম্যান অফ দি সিরিজের পুরস্কার জিতে নেন। ফাইনালে উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন খেলোয়াড় গৌতম সোম সিনিয়র এবং বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন সিএবি’র এর অবজার্ভার স্বাগতম ভট্টাচার্য। পানিহাটি মাঠে অনুষ্ঠিত এই ফাইনালে উপস্থিত ছিলেন পানিহাটি স্পোর্টিং ক্লাব এর সম্পাদক শঙ্কর মজুমদার ও সদস্য অমিত চক্রবর্তী।