উওপ্ত ত্রিপুরার তেলিয়ামুড়া-জ্বালিয়ে দেওয়া হল বাইক

1234.jpgত্রিপুরার প্রতিনিধি: নাগরিকত্ব বিল নিয়ে যথারীতি আজও উত্তাল ত্রিপুরা। আজ ত্রিপুরার বাঙ্গালী জনগন তেলিয়ামুড়া শহরের ই প্রাণকেন্দ্র বলে পরিচিত অম্পিচৌমুনিতে বিক্ষোভ শুরু করে। তাদের মূলত দাবি এিপুরায় শান্তি পূর্ণ পরিস্থিতি। তাদের বিক্ষোভ চলাকালীন তাদের সঙ্গে উপজাতি দলের লোকেদের সঙ্গে গণ্ডগোলের সময় একজন উপজাতি যুবককে মারধর করা হয় এবং একটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে সংবাদে প্রকাশ। এই মূহুর্তে সবমিলিয়ে ত্রিপুরার পরিস্থিতি অগ্নিগর্ভ।

%d bloggers like this: