প্রবীর বসু, হুগলি: এবার একটি পাঁচ বছরের শিশু কন্যার ডেঙ্গুতে মৃত্যুর জেরে চাঞ্চল্য ছড়ালো শ্রীরামপুর মাহেশের কে. এল. গোস্বামী স্ট্রিট এলাকায়। গত ১২ তারিখ ঐ এলাকার বাসিন্দা কানাইলাল শর্মা তার পাঁচ বছরে মেয়ে সুনিধি শর্মাকে প্রবল জ্বরের মধ্যেই স্হানীয় একটি ডাক্তারের কাছে যান। সেখানে মেয়েটির প্লেটলেট পরীক্ষার পরামর্শ দেন ডাক্তারবাবু। এরপরই প্লেটলেটের পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পরে সুনিধির। প্রথমে তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে দুদিন থাকার পর সেখানে অবস্থার অবনতি হলে কলকাতার মেডিকেল কলেজে মেয়েটিকে নিয়ে যায় তার পরিবার। শেষ শনিবার ভোর ৬ টার সময় হাসপাতালেই মৃত্যু হয় মেয়েটির। মৃতের সার্টিফিকেটে ডেঙ্গর উল্লেখ রয়েছে। মাস খানেক ধরেই শ্রীরামপুরের এই এলাকায় ডেঙ্গু আক্রান্ত বহু বাসিন্দারা এখনও বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন। কিন্তু এই প্রথম এই এলাকায় ডেঙ্গুতে শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে। টানার এই বিষয়ে শ্রীরামপুর পৌরসভার সদর্থক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। যদিও ওই ওয়ার্ডের কাউন্সিলার তাপস মৈত্র দুঃখ প্রকাশ করে জানান, তাঁরা প্রয়োজনীয়ও পদক্ষেপ গ্রহণ করেছেন এলাকায় ডেঙ্গু নিবারনে। তা স্বত্বেও এই রকম একটা দুঃখজনক পরিস্থিতি কেন ঘটলো সেই বিষয়ে তাঁরা এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন।