প্রবীর বসু, হুগলি: মঙ্গলবার সকালে হুগলীর শ্রীরামপুর ইন্ডিয়া জুট মিলের ফাইন ইউনিট বিভাগে হটাত্ই আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের
দুটো ইঞ্জিন এসে সহজেই আগুন আয়ত্তে আনে। দমকল সূত্রে খবর শর্ট সার্কিট থেকেই এই আগুন বলে ধরণ করা হচ্ছে। এই আগুন লাগার কারণে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষের দাবি।