শারদ সম্মান প্রদান

seo.jpgনিজস্ব সংবাদদাতা: সম্প্রতি হুগলি জেলার শেওড়াফুলির সুরেন্দ্র ভবনে হয়ে গেল শেওড়াফুলি-বৈদ্যবাটি সম্মিলিত দুর্গোত্‍সব কমিটির শারদ সম্মান প্রদান অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পৌরসভার পুরপ্রধান অরিন্দম গুঁই, ওই পৌরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান ও শেওড়াফুলি-বৈদ্যবাটি সম্মিলিত দুর্গোত্‍সব কমিটির সভাপতি প্রবীর পাল, শেওড়াফুলি-বৈদ্যবাটি সম্মিলিত দুর্গোত্‍সব কমিটির সম্পাদক মানস নন্দী, শিল্পী স্বপন পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য সেরা পরিবেশ বান্ধব পুজোকে সেরার সম্মান তুলে দেন চেতনা ফাউন্ডেশনের প্রধান নীলাদ্রি দে।

advt

3b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv2

chetana

1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2

afc10-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2

09828-9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45mv2

rishav-new-2-for-web

%d bloggers like this: