নজির সৃষ্টি করল চন্দননগর থানা

chanপ্রবীর বসু,হুগলি:  চুরি যাওয়া সামগ্রী মালিককে  ফেরত দিয়ে নজির সৃষ্টি করল চন্দননগর থানা। দুর্গা পুজোর আগে চন্দননগর বাগবাজার এর বাসিন্দা সোমনাথ ঘোষ সস্ত্রীক বেড়াতে গিয়েছিলেন মথুরা বৃন্দাবন। লক্ষ্মী পুজোর আগের দিন বাড়ি ফিরে তারা দেখে তালা ভেঙে সোনা রুপো টাকা পয়সা সব চুরি হয়ে গেছে। এর পর এই দম্পতি চন্দননগর থানায় চুরির অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে। গোপন সুত্রে পুলিশ দুই চোরের হদিশ পেয়ে যায়। চন্দননগর উর্দি বাজার থেকে চুরি যাওয়া গহনা ও টাকা পয়সা সহ গ্রেফতার হয় মহঃ সেলিম আর মহঃ শাহিদ।

আদালতের নির্দেশে চুরি যাওয়া সামগ্রী ফিরে পেলেন  ঘোষ দম্পতি। যার মূল্য প্রায় দু লক্ষ টাকা। পুলিশের এই কাজের প্রশংসা করলেন সোমনাথ ঘোষ ও মাধবি ঘোষ।

3b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv2

rishav-new-2-for-web

1234567

%d bloggers like this: