প্রবীর বসু, হুগলি: আজ সকালে মন্ত্রী তপন দাশগুপ্ত তার নিজের বিধানসভা এলাকায় সপ্তগ্রাম বিধানসভার অন্তগত সপ্তগ্রাম পঞ্চায়েত এলাকায় বেলার দিকে দিদিকে বলো কর্মসূচি পালন করলেন। সঙ্গে ছিলেন বাঁশবেড়িয়া টাউনের সভাপতি অমিত ঘোষ, চুঁচুড়া মগরা ব্লকের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দেবব্রত বিশ্বাস, কাউন্সিলর শিল্পী চ্যাটার্জী সহ পঞ্চায়েতের সদস্যে সদ্যাসা ছাড়া স্হানীয় তৃণমূল কর্মীরা।