প্রবীর বসু, হুগলি: মায়াপুরের ইসকন মন্দিরের আদলে এবারের পূজো মন্ডপ তৈরি করেছেন বাঁশবেড়িয়া মিলন পল্লী নটরাজ পুজো কমিটি, শুক্রবার সন্ধ্যায় এই পুজো কমিটির শুভ উদ্বোধন করা হয়, উদ্বোধনের আগেই এই পুজো মন্ডপে এসে উপস্থিত হন ইসকনের একটি প্রতিনিধিদল, বাঁশবেড়িয়ার বেলতলা ফুটবল মাঠ থেকে পায়ে হেঁটে নামসংকীর্তন করতে করতে পুজো মণ্ডপে প্রবেশ করেন তারা, সেখানেও তাদের প্রথা মেনে চলে কীর্তন, একইভাবে পুজো উপলক্ষে আয়োজিত মঞ্চে নৃত্য পরিবেশন করেন তারা। রাত আটটা নাগাদ এখানকার পূজা মন্ডপের ফিতা কেটে উদ্বোধন করেন সপ্তগ্রাম এর বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, সঙ্গে ছিলেন চুঁচুড়া মগড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দেবব্রত বিশ্বাস, পৌর প্রধান অরিজিতা শীল, বাঁশবেড়িয়া পৌরসভা সিআইসি অমিত ঘোষ, এখানকার পূজোর মূল উদ্যোক্তা তথা বিশিষ্ট সমাজসেবী সোনা শীল, এছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন এখানে, উদ্বোধনের পর পূজামণ্ডপটির পরিদর্শন করেন মন্ত্রী সহ অন্যান্যরা।
পরে মন্ত্রী তপন দাসগুপ্ত জানান, প্রতি বছরের মত এ বছরে তারা যে পূজো মন্ডপের ইসকনের মায়াপুরে নুতন মন্দিরের আদলে তৈরি করেছেন তা অতুলনীয়। এই ধরনের মন্ডপ দূর্গা পূজোয়, কালী পুজোয় বা জগদ্ধাত্রী পুজোয় হয়েছে কিনা আমার জানা নেই। সব থেকে বড় কর্মকান্ড যেটা এই পূজো কমিটির সদস্যরা করেছেন সেটা হল নদীয়ার মায়াপুরের ইসকন মন্দিরের ভক্তদের নিয়ে এসে নাম কীর্তন করে এলাকার বাসিন্দাদের উৎসাহ দান। আমার মনে হয় এবারে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসবেন।