ছাত্র সংসদ পুনর্দখল করল তৃণমূল ছাত্র পরিষদ

mohosin.jpgপ্রবীর বোস, হুগলি:  হুগলি মহসিন কলেজ এর ছাত্র সংসদ পুনর্দখল করল তৃণমূল ছাত্র পরিষদ। প্রসঙ্গত গত ২৩ মে লোকসভা নির্বাচনের ফলাফলের পর ছাত্র সংসদ দখল করে নেয় আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি। আজ সকালে সেই ছাত্র সংসদ দখল করলো তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি তা হল গণতন্ত্রের কথা মাথায় রেখেই বিরোধীদল অর্থাৎ এবিভিপির কোন পতাকা খোলা হলো না। যদিও এর আগে এবিভিপি যখন এই ছাত্র সংসদ দখল করে তখন তারা কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের পতাকা খুলে ফেলে দেয়। এই প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের টাউন প্রেসিডেন্ট ইমতায়েজ উদ্দিন জানান গণতান্ত্রিক ভারতবর্ষে গণতন্ত্রের কথা মাথায় রেখেই আমরা বিরোধী দলের কোনো পতাকা খুলিনি। এখানেই তো ওনাদের সঙ্গে আমাদের নীতির তফাৎ। অন্যদিকে এবিষয়ে বিজেপি নেতা সপ্তর্ষি ব্যানার্জী বলেন আমরা দখলদারিতে বিশ্বাসী নয়। তাই কোনদিনই আমরা মহসীন কলেজের ছাত্র সংসদের দখল নিইনি। শুধুমাত্র সংগঠনের পতাকা লাগানো হয়েছিলো।

%d bloggers like this: