প্রবীর বোস, হুগলি: মা কে পুড়িয়ে মারার চেষ্টা মেয়ের বিরুদ্ধে, অভিযোগ এলাকাবাসীর। গত সোমবার সন্ধ্যা সাঁতরা নামে এক মহিলাকে তার মেয়ে মামপি দাস নিজের বাড়ি বরাহনগর নিয়ে যায় চিকিৎসা করানোর নাম করে । এর পর গভীর রাতে আহত অবস্থায় অনন্যা সিনেমা হলের কাছে পরে থাকতে দেখতে পায় সন্ধ্যা সাঁতরাকে। স্থানীয় এলাকার যুবকেরা তাকে নিয়ে আসেন বরাহনগর হাসপাতালে, আপাতত সেখানেই চলছে তার চিকিৎসা। অন্যদিকে সন্ধ্যা দেবীর প্রতিবেশীদের অভিযোগ সন্ধ্যা দেবীর বড়ো মেয়ে টুকটুকি নিজের মা কে মাঝে মাঝে নিজের বাড়িতে নিয়ে যেত চিকিৎসা করানোর নাম করে আর মারধর করে তিন চার দিন পর উত্তরপাড়ার বাড়ির কিছুটা দূরে ছেড়ে চলে যেত। তবে গত সোমবার যা করলো তা জঘন্য অপরাধ। তাই এলাকাবাসী সন্ধ্যা দেবীর বড়ো মেয়ের শাস্তির দাবি তুলেছেন ।