প্রবীর বোস, হুগলি: বারোয়ারী হোক বা কোনো যজমানের বাড়ি, পুজোয় পাওয়া কাপড়, গামছা এবার দান করে দিল পুরোহিতরা। শুধু তাই নয় অনাথ আশ্রমের শ্রমিকদের জন্য দিনভর খাওয়া দাওয়ার ব্যাবস্থা করলো শ্রীরামপুর পৌরোহিত্য কল্যাণ সমিতি। উল্লেখ্য পুজোর আগেই এক ছাতার তলায় এসে প্রথমেই পুরোহিতদের জন্য ভাতার দাবি নিয়ে মিছিল ও সভার আয়োজন করেছিল এই পুরোহিত সংগঠন। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় সেই সভায় এসে বিষয়টি মুখ্যমন্ত্রকে জানাবেন বলে আশ্বাসও দেন। বুধবার সন্ধ্যায় শ্রীরামপুর বড়বাগানে। হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুরোহিতরা তাদের পুজোয় পাওয়া কাপড় নিয়ে হাজির হন। এদিন প্রায় ২০০ জন দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। শুধু তাই নয় নিজেদের মধ্যে অর্থ জোগাড় করে একটি আশ্রমে সারাদিনের খাবারের ব্যাবস্থা করলো এই সংগঠন। এদিন উপস্থিত ছিলেন কামাক্ষা, দুর্গাপুর, রিষড়া সহ বিভিন্ন স্থানের মহারাজেরা। এদিন আরও একবার পুরোহিতদের জন্য ভাতার দাবি নিয়ে সরব হয় পুরোহিতেরা। আগামী দিনেও সমাজে বিভিন্ন স্তরের দুঃস্থদের পাশে তাঁরা থাকবেন বলে জানান পুরোহিতরা।
]