প্রবীর বোস, হুগলি: গতকাল বিকাল ৪টে নাগাত্ ধনেখালী শরৎ সেন্টারীয়াল কলেজে এবিভিপি ও টিএমসিপির ছাত্রদের মধ্যে সংঘর্ষে আহত এবিভিপি’র ধনেখালি কলেজের সভাপতির। কলেজ চলা কালিন জোশিম মন্ডল নামে এক তৃণমূলের ছাত্র নেতা তার কিছু অনুগামীদের নিয়ে কলেজের মধ্যেই গাঁজা খাচ্ছিল বলে সংবাদে প্রকাশ। তারই প্রতিবাদ করে সুভাষ পাত্র, বিজয় পাত্র, অর্ধেন্দু মুখার্জি নামে তিন জন এবিভিপি ছাত্র নেতা এবং সেই মুহূর্তে তৃণমূলের ছাত্র নেতারা কলেজ ছেড়ে চলে যায় ও পরবর্তী সময়ে তারা বাইরে থেকে বেশ কিছু বহিরগতদের নিয়ে কলেজের ভেতরে নিয়ে চলে আসে এবং উভয় পক্ষের মধ্যে গণ্ডগোলে অর্ধেন্দু মূখর্জী নামে এবিভিপি’র ধনেখালী কলেজের সভাপতির মাথা ফাটে। পড়ে আহত ছাত্রদের চুঁচুড়া হাসপাতালে ভর্তি করা হয়। এই বিষয়টি নিয়ে এবিভিপি’র হুগলি জেলার ছাত্র নেতা রাজীব ঘরামী ধনেখালী থানায় একটি লিখিত অভিযোগ জমা দেয় বলে জানা যায়।