বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান

advt.jpgঅমিত চক্রবর্তী: আলোর উত্‍সব দীপাবলী, আর এই সময়েই আমরা আবাহন করি শক্তি রূপিণী শ্যামা মায়ের। অমাবস্যা নিশিতে আমাদের সকলের মনের অন্ধকার দূর করে অশুভ শক্তির বিনাশ করতেই ধরায় আবির্ভূত হন কালী মা। মা কালীর বন্দনায় মেতে ওঠে আপামর বাংলা। এই বাংলার অন্যতম জেলা উত্তর ২৪ পরগণা। উত্তর ২৪ পরগনার বারাসত, মধ্যমগ্রাম এই সকল এলাকাগুলি শারদীয়া উত্‍সবের পর আলোকজ্জ্বল হয়ে মেতে ওঠে মাতৃ আরাধনায়। জেলার বিভিন্ন সর্বজনীন পুজোগুলি একে অপরের সঙ্গে পাল্লা দিতে বদ্ধপরিকর। এই বছরে প্রকৃতির বিরুপতাকে উপেক্ষা করে সকলে প্রস্তুত মাকে নিজেদের মত করে আরাধনা করতে। আর এরই মধ্যে নানান সংস্থা নেমে পড়েছে সেরা পুজো বাছাই করে তাঁদের সেরার পুরস্কার তুলে দিতে। এই জেলা থেকে প্রকাশ হয় অনলাইন খবরের অন্যতম এক সেরা পোর্টাল, যাঁর নাম ‘হাইলাইট নিউজ এক্সপ্রেস’। এই পোর্টাল বর্তমান বছরেও আয়োজন করতে চলেছে “বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান-২০১৯”।

advt

মূলতঃ ওই জেলার বিশেষ কিছু বাছাই করা পুজোর মধ্যে আয়োজন করা হয়েছে এই আলোক সম্মান প্রতিযোগিতার, বলে জানালেন হাইলাইট নিউজ এক্সপ্রেসের কর্ণধার ইন্দ্রাণী সেনগুপ্ত। তিনি আরও জানলেন তাঁদের এই বছরের প্রতিযোগিতায় সেরা পুজোগুলিকে বেছে নেওয়ার দায়িত্বে আছেন প্রখ্যাত দুই সাংবাদিক অশোক সেনগুপ্ত ও দিব্যেন্দু ঘোষ, এছাড়াও থাকছেন নৃত্যশিল্পী ইন্দ্রাণী গাঙ্গুলী, অ্যাথলিট প্রবীর সরকার এবং ফ্যাশন ডিজাইনার প্রমিত মুখোপাধ্যায়। আগামী ২৮ অক্টোবর, ২০১৯ এই বছরের সেরা বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান সেরাদের বেছে নেওয়া হবে বলেও তিনি জানান।

3b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv2

আগামী ১৫ নভেম্বর গুণীজন সম্বর্ধনা ও সেরা পুজোগুলিকে সম্মাননা প্রদান করা হবে মধ্যমগ্রাম নজরুল শতবার্ষিকী সদনে বলে হাইলাইট নিউজ এক্সপ্রেসের কর্ণধার ইন্দ্রাণী সেনগুপ্ত জানলেন। এই বছর এই বিশ্ব সম্প্রীতি আলোক সম্মানের গর্বিত গণমাধ্যম সহযোগী হিসাবে থাকছে সংবাদ প্রতিখন।

Advt Das Video

rishav-1xxxxxxxx

92a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2

1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2

8032e-9a4f02_f30a731df9274bea8c5fcc56307228d4mv2_d_1801_1201_s_2

bhuyan-package

9a4f02_d9e87c2f69f848aa9e2872c4f7fd8eb3~mv2.jpg

%d bloggers like this: