নিজস্ব সংবাদদাতা, কলকাতা : সম্প্রতি কলকাতার হেরিটেজ ইন্সটিটিউট অফ টেকনোলজিতে আমার ক্যানভাস আয়োজন করেছিল একটি টক শো অনুষ্ঠানের। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা তাঁদের জীবনের চলার পথের নানা ঘটনা উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সত্রজিত্ সেন, অভিনেত্রী সায়নী ঘোষ, অ্যাসিড আক্রান্ত সামাজিক কর্মী মনীষা পৈলান, চিত্র পরিচালক সপ্তশ্ব বসু, স্বরলিপি চ্যাটার্জী, আদিল রশিদ, প্রীতম দাস, সৈকত সরকার, রণদীপ সাহা, ও আর জে রয়।