মুখ্যমন্ত্রীর প্রকল্পকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে বেনিয়ম

bike.jpgপল মৈত্র,দক্ষিন দিনাজপুরঃ প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হেলমেট বিহীন বাইক আরোহীরা সহাস্যে গঙ্গারামপুরের রাস্তায় দাপিয়ে বেরাচ্ছে। পুরো ঘটনাটি ঘটছে পুলিশি নজরদারির অভাবে। মুখ্যমন্ত্রীর প্রকল্পকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে দিব্যি ঘুরে বেরাচ্ছে বাইক আরোহীরা। হেলমেট বিহীন অবস্থায় বাইকে তিনজনকে হামেশাই সওয়ারি হতে দেখা যাচ্ছে। দ্রুতগতিতে অনিয়ন্ত্রীত ভাবে বাইক চালানোর ফলে মাঝে মধ্যে দূর্ঘটনা ঘটছে। সমস্ত জেলা জুড়ে সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে প্রচুর প্রচার ও ধরপাকড় হয়েছে কিন্তু গঙ্গারামপুর শহরে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প কার্যকরী না হওয়ায় এনিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। এবিষয়ে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ জানান,মাঝে মধ্যে ধরপাকড় করা হয়। তবে তারা পুলিশের সামনে দিয়ে ট্রাফিক আইন অমান্য করে বাইক ছুটে যায় সাথে পেট্রোল পাম্পে তেল ও পাচ্ছে। অন্যদিকে যখন জেলার সদর শহর বালুরঘাটে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প কার্যকরী হওয়ায় বাইক আরোহীদের মাথায় হেলমেট দেখা যাচ্ছে তখন জেলার গঙ্গারামপুর শহরে ভিন্ন দৃশ্য দেখা যাচ্ছে। প্রতিনিয়ত যানবাহনের সংখ্যা বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দূর্ঘটনা।

1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2

গঙ্গারামপুর শহরে আইন থাকলেও তা কেউ তোয়াক্কা করছেনা বলে অভিযোগ।চালকেরা ট্রাফিক আইন মানছে না। আবার ট্রাফিক পুলিশও সেই আইন বাস্তবায়নে পদক্ষেপ করছেনা। ফলে অবাধে ট্রাফিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হেলমেট ছাড়াই বাইক আরোহীরা চলছেন। গঙ্গারামপুর শহরের ওয়াকিবহাল মহলের একাংশের মতামত পুলিশের নজরদারির অভাবে হেলমেট বিহীন বাইক আরোহীদের দৌরাত্ম বেড়ে গিয়েছে। এলাকায় একদল যুবকের দ্রুতগতিতে বাইক নিয়ে ছুটে বেড়ানোর কারনে অনেকে প্রাণভয়ে রাস্তায় বের হতে ভয় পান। তেমনি মাঝেমধ্যে এলাকায় দূর্ঘটনা ঘটছে। গঙ্গারামপুর শহরের বাসিন্দারা ট্রাফিক আইনকে কঠোরভাবে বহাল করার দাবী তুলেছেন।

(ছবি সৌজন্যে গুগুল)

Untitled-1

9a4f02_c22b1f22589e428f84758f157fb83212~mv2.jpg

cropped-cropped-new-title-for-sp

294a8-9a4f02_f45cceadc93a463d8fc254485d0b8a25mv2

8032e-9a4f02_f30a731df9274bea8c5fcc56307228d4mv2_d_1801_1201_s_2

 

%d bloggers like this: