নিজস্ব সংবাদদাতা, সল্টলেক, কলকাতা: দশেরা উপলক্ষে কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে ৬০ ফুট উচ্চতার রাবণ বধ অনুষ্ঠান সম্পন্ন হল। এই দিনটিতে সারা দেশে অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসাবে রাবণ বধ অনুষ্ঠান করা হইতে থাকে। গত কয়েকবছর ধরে সল্টলেকের সল্টলেক সাংস্কৃতিক সংসদ ও সন্মার্গের এর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই রাবণ বধ অনুষ্ঠান। এই বছর এই অনুষ্ঠাণে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় দমকল মন্ত্রী সুজিত বসু, বিধানগর পুর-নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, বিধায়িকা বৈশালী ডালমিয়া, প্রাক্তন সংসদ বিবেক গুপ্তা, সল্টলেক সাংস্কৃতিক পরিষদের সভাপতি ললিত বেরীওয়ালা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
(নিজস্ব চিত্র)