পথিক মিত্র, কলকাতা: পঞ্চম বর্ষে দশভুজা সম্মান। ২০১৯ এর শারদোত্সবকে কেন্দ্র করে কলকাতার অন্যতম বাণিজ্যিক সংস্থা দোকানিয়ার আয়োজনে এবং অ্যাড লিঙ্ক অ্যাডভ্যাটাইজিং এজেন্সির ব্যবস্থাপনায় ও ব্লুসম খোচার অ্যারোমা ম্যাজিক এর সক্রিয় সহযোগিতায় পঞ্চম বর্ষে পদার্পণ করল এই দশভুজা সম্মান। কলকাতা উত্তর-দক্ষিণ মিলিয়ে মোট ৩০০টি বাছাই করা সর্ব্বজনীন দুর্গাপূজাগুলির মধ্যে এই বত্সর দশভুজা সম্মানের অন্তিম পর্বে মোট ১৫টি পূজার মধ্যে সেরার সেরা বাছাই পর্ব অনুষ্ঠিত হয়ে গেল ২ অক্টোবর মহাচতুর্থীর দিন। এই বছর দশভুজা সম্মান প্রতিযোগিতায় আতিথেয়তা সহযোগী ছিল কলকাতার অন্যতম হোটেল হাভার্ড জনসন।
দশভুজা সম্মানের সেরার সেরা বাছার দায়িত্বে ছিলেন প্রফেসর ও রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, অভিনেতা চন্দন সেন, অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়, অভিনেত্রী শিল্পী চক্রবর্তী। প্রতিযোগিতার শেষ দিনে অর্থাত্ ২ অক্টোবর সকাল থেকে শুরু করে ভোররাত পর্যন্ত কলকাতার উত্তর-দক্ষিণ এই দুই প্রান্তের শেষ রাউন্ডে পৌঁছানো ১৫টি পূজা পরিদর্শন করেন দশভুজা সম্মানের মাননীয় বিচারকমণ্ডলী।
সঙ্গে ছিলেন সংবাদ প্রতিখনের সম্পাদক স্বরূপম চক্রবর্তী, সংবাদ প্রতিখনের ডিজিট্যাল সম্পাদিকা দিপান্বীতা দাস, অ্যাড লিঙ্ক অ্যাডভ্যাটাইজিং এজেন্সির পক্ষে শান্তানুজ পোদ্দার, সুস্মিতা দত্ত সহ সমাজের নানা ক্ষেত্রের গুণী মানুষরা। অভিনেতা চন্দন সেন এদিন জানান, কলকাতার পূজাগুলি আমাদের সমাজের আগামীর সমূহ সমস্যা সম্পর্কে ওয়াকিবহল হয়ে জনজাগরণ ঘটাতে ও সাধারণ মানুষকে সচেতন করে তুলতে সচেষ্ট হয়েছেন, যেটি আগামীর পক্ষে সুখকর।
বিশিষ্ট অভিনেতা খরাজ মুখোপাধ্যায় জানান আগামী বছর যাতে এই অনুষ্ঠানের আয়োজকরা আমাদের সমাজের প্রান্তিক মানুষগুলির জন্য কিছু করার চিন্তা ভাবনা করেন, এই প্রসঙ্গে এদিন এই দোকানিয়া গ্রুপের প্রধান লোকনাথ দোকানিয়া ঘোষণা করেন আগামী বছর দশভুজা সম্মান এর বিশেষ দিক থাকবে সমাজের গরীব মানুষের উন্নতি সাধন, এবং এই ক্ষেত্রে আগামী বছর তিনি অতিরিক্ত দুই লক্ষ টাকা বাজেট ঘোষণা করেন।
অ্যাড লিঙ্ক অ্যাডভ্যাটাইজিং এজেন্সির প্রধান শান্তানুজ পোদ্দার বলেন এই বছর দশভুজা সম্মানের পুরস্কারের মোট আর্থিক মূল্য ২ লক্ষ ৩২ হাজার টাকা। যার মধ্যে প্রথম স্থানাধিকারী পূজাকে তাঁরা এক লক্ষ টাকা পুরস্কার মূল্য, স্মারক ও শংসাপত্র তুলে দেবেন।
তিনি আরও বলেন যে পূজা কমিটি সারা বছর সমাজের সাধারণ মানুষের সেবায় নিজেদের নিয়োজত রাখছেন তাদের তাঁরা সামাজিকতায় সেরার সেরা হিসাবে ঘোষণা করবেন, এছাড়াও তাঁরা মহিলা পরিচালিত পুজোকে প্রধান্য দিতে সেরা মহিলা পরিচালিত পুজোকে সম্মানিত করবেন। এখন অপেক্ষা সেরার সেরা ফলাফলের। এই বছর কলকাতার অন্যতম এই শারদ সম্মান “দশভুজা সম্মান -২০১৯” এর গর্বিত ডিজিট্যাল মিডিয়া সহযোগী ছিল সংবাদ প্রতিখন। (নিজস্ব চিত্র)