সুদীপ সেন, বাঁকুড়া: নিজের তালডাংরা বিধানসভা এলাকার সিমলাপাল বিধায়ক অফিসে দিদিকে বলো কর্মসূচি নিয়ে প্রেস মিট করলেন তালডাংরার বিধায়ক সমীর চক্রবর্তী। দিদি কে বলো কর্মসূচি হলেও তিনি বেশি আক্রমণাত্মক ছিলেন কেন্দ্র সরকারের বিভিন্ন নীতি ও কাজের বিরুদ্ধে। তিনি আক্রমণাত্মক মেজাজে এন,আর,সি,কাশ্মীরে ৩৭০ ধারা ও বিজেপির জাতপাতের রাজনীতির বিষয়গুলি তুলে ধরেন। পরে বিকেলে তিনি তাঁর বিধানসভা এলাকার লক্ষ্মিসাগর গ্রামে যান সাধারণ মানুষের অভাব, অভিযোগের কথা শুনতে। এই কর্মসূচিতে তিনি সঙ্গে নিয়ে যান স্থানীয় নেতৃত্ব দলের ব্লক সভাপতি রামানুজ সিংহমহাপত্র ও দলের যুব সভাপতি শীতল দে কে।সাংবাদিকরা বাঁকুড়া লোকসভার বারোটি বিধানসভা এলাকাতেই বিপর্যয়ের ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, কারণ বলতে পারবোনা, গণৎকার নই, তবে রিকভারী করে নেবো।