ত্রিপুরা থেকে শিবজ্যোতি মল্লিক: তেলিয়ামুড়া থেকে খোয়াই যাওয়া এখন রীতিমত কষ্টের স্থানীয় পূর্ত দপ্তরের আন্তরিকতায়। আর এর ফলে প্রাণ হাতে নিয়ে চলাচলে বাধ্য হচ্ছেন এই পথে চলাচল কারী সকল যানবাহন সহ মানুষজন। প্রতিদিনও এই সড়কের বেহাল দশার কারণে কিছু না কিছু দুর্ঘটনা লেগেই রয়েছে। লোক দেখানো সারানো হলেও এই গুরুত্বপূর্ন সড়কটির দশা আবার যে কে সেই।