প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে ত্রিপুরা বিজেপি

WhatsApp-Image-2019-09-14-a.jpgত্রিপুরা থেকে শিবজ্যোতি মল্লিক:  ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ৬৯তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ত্রিপুরার উদয়পুর মহকুমায় নানা কর্মসূচীর অন্যতম অঙ্গ হিসাবে আজ সকাল ১০টায় বিজেপির রাধা কিশোরপুর মন্ডলের পক্ষ থেকে উদয়পুর মহকুমা হাসপাতালে বৃক্ষরোপণ, স্বচ্ছ ভারত অভিযান করা হয়। এই উপলক্ষে উপস্থিত ছিলেন ত্রিপুরার কৃষি মন্ত্রী প্রণজিত্ সিংহ রায়, উদয়পুর পুরপরিষদের উপপ্রধান অনুপম চৌধুরী সহ বিশিষ্ট নেতৃবৃন্দ। এদিন এই উপলক্ষে উদয়পুর রমেশ বিদ্যালয়ে বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পুর-পরিষদের পুরপ্রধান শীতল মজুমদার।

1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv2

মাননীয় মন্ত্রী জানান তাঁরা প্রধানমন্ত্রীর জনদিন উপলক্ষে আগামী সাতদিন ধরে সারারাজ্যে নানান জনমুখী কর্মসূচী গ্রহণ করেছেন, যার মধ্যে থাকছে বৃক্ষরোপন, স্বচ্ছ ভারত অভিযান ও পলিথিন বর্জনের প্রচার।

 

download

8032e-9a4f02_f30a731df9274bea8c5fcc56307228d4mv2_d_1801_1201_s_2

294a8-9a4f02_f45cceadc93a463d8fc254485d0b8a25mv2

0d21b-9a4f02_2e8f603055494c9a9c101bc7308762c1mv2

9a4f02_c22b1f22589e428f84758f157fb83212~mv2.jpg

 

%d bloggers like this: