ত্রিপুরা থেকে শিবজ্যোতি মল্লিক: চরম অব্যবস্থাপনায় দিয়ে অনুষ্ঠিত হলো জেলাভিত্তিক বিজ্ঞান বিষয়ক নাটক প্রতিযোগিতা এবং আলোচনা চক্র। শনিবার চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এই বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা ও আলোচনা চক্রের শুভ সূচনা করেন আমবাসা পৌর পরিষদের পৌর কর্তা চন্দন ভৌমিক, উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অধিকর্তা অর্জুন শর্মা, চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর এসএমসির চেয়ারম্যান আশীষ ভট্টাচার্য সহ অন্যান্যরা। জেলা ভিত্তিক এই নাটক প্রতিযোগিতায় তিনটি বিদ্যালয় অংশগ্রহণ করেন। জেলায় মোট উচ্চ বিদ্যালয় রয়েছে ৯৫ টি, তার মধ্যে আমবাসা মহাকুমার তিনটি বিদ্যালয় অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়।
জানা যায় যোগাযোগের অভাবে অন্য বিদ্যালয় গুলি খবর পায়নি। এই বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতার আহ্বায়ক দয়ানন্দ দেববর্মার চরম গাফিলতির কারণে এমনটা হয়েছে বলে ধারণা সকলের। বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক চন্দন ভৌমিক বলেন ৯৫ টি বিদ্যালয় এর মধ্যে মাত্র তিনটি বিদ্যালয় অংশগ্রহণ করেছে, যা খুবই দুঃখের বিষয়, তাতে করে সরকারের আসল উদ্দেশ্য সফল হবে না। সব মিলিয়ে চরম অব্যবস্থাপনার মধ্য দিয়েই সম্পূর্ণ হলো জেলাভিত্তিক বিজ্ঞান বিষয়ক নাটক ও আলোচনা চক্র।