ধারাবাহিক গল্প “কৃষ্ণ” (গল্পমালা)

শারদোৎসব আসন্ন। মহাপূজাকে কেন্দ্র করে শারদ সাহিত্য বাঙ্গালির চিরকালীন। এই সপ্তাহ থেকে সংবাদ প্রতিখনের সাহিত্য বিভাগের গল্পমালায় শুরু হল গোপা ব্যানার্জীর কলমে ধারাবাহিক গল্প কৃষ্ণ

সমাজের প্রান্তিক মানুষদের মধ্যে ঢাকিদের ছাড়া বাঙ্গালির শ্রেষ্ঠ উত্‍সব অর্থহীন হয়ে দাঁড়ায়। পুজোকে কেন্দ্র করে তাদের জীবনযাত্রার খুঁটিনাটি উঠে এসেছে এই ধারাবাহিকে।

%d bloggers like this: