শিকড় (ছন্দমালা)

ছন্দমালায় আজকের (২৫/০৮/২০১৯) প্রথম কবি উত্তর কলকাতার সিঁথি নিবাসী কবি সোমা দত্ত বর্মনবই পড়তে, গান শুনতে ও লিখতে ভালোবাসে সে। সোমা খুব অল্প কয়েক সময় মাত্র একবছর লেখালেখির দুনিয়ায় পা রেখে নিজের স্বত্তার প্রকাশ ঘটিয়েছেন। তাঁর প্রিয় লেখক ও কবির হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সমরেশ মজুমদার, প্রতিভা বসু, প্রিয়ম্বদা দেবী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায় ও হূমায়ুন আহমেদ।

%d bloggers like this: