গুমনামী নিয়ে প্রতিবাদ

IMG-20190824-WA0004-001.jpgসঞ্জয়মুখোপাধ্যায়, কলকাতা : অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের পক্ষ থেকে ২৩ আগস্ট কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ.আই.এল.এ.এফ. চলচ্চিত্র পরিচালক সৃজিত্‍ মুখোপাধ্যায়ের বর্তমান সিনেমা গুমনামী’তে ভুল তথ্য দেখানোর জন্য প্রতিবাদ জানান। অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের সাধারণ সম্পাদক সনামধন্য অ্যাডভোকেট জয়দীপ মুখার্জী বলেন এই সিনেমার পরিচালক কোন সুত্র থেকে জানতে পারলেন অথবা জেনেছিলেন গুমনামী বাবা’ই নেতাজি সুভাষচন্দ্র বোস, যদিও পরিচালক জানিয়েছেন তার এই ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে নেতাজী’র অন্তর্ধান নিয়ে গঠিত মুখার্জী কমিশনের রিপোর্টের ওপর ভিত্তি করেই। এই বিষয়ে এ.আই.এল.এ.এফ.এর পক্ষে জয়দীপ বাবু এদিনের সাংবাদিক সম্মেলনে বলেন জাস্টিস মুখার্জী কমিশনের রিপোর্টে কোথাও কিন্তু গুমনামী বাবা’ই যে নেতাজী এ কথা বলা হয় নি। এ ছাড়াও জয়দীপবাবু চলচ্চিত্রটির নামকরণ নিয়েও তাঁদের অসন্তোষ ব্যক্ত করেন। তাঁরা বলেন দেশের একজন মহান বীরের জীবনীকে বিকৃত করার অধিকার কারও নেই।

1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2

a243c-9a4f02_2e8f603055494c9a9c101bc7308762c1mv2

3b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv2

8f8ee-9a4f02_00a69b3b44874c6cb3f9c764036b49damv2

09828-9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45mv2

Kristy banner 12X18 for web

dade0-9a4f02_f45cceadc93a463d8fc254485d0b8a25mv2

%d bloggers like this: