সঞ্জয়মুখোপাধ্যায়, কলকাতা : অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের পক্ষ থেকে ২৩ আগস্ট কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ.আই.এল.এ.এফ. চলচ্চিত্র পরিচালক সৃজিত্ মুখোপাধ্যায়ের বর্তমান সিনেমা গুমনামী’তে ভুল তথ্য দেখানোর জন্য প্রতিবাদ জানান। অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের সাধারণ সম্পাদক সনামধন্য অ্যাডভোকেট জয়দীপ মুখার্জী বলেন এই সিনেমার পরিচালক কোন সুত্র থেকে জানতে পারলেন অথবা জেনেছিলেন গুমনামী বাবা’ই নেতাজি সুভাষচন্দ্র বোস, যদিও পরিচালক জানিয়েছেন তার এই ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে নেতাজী’র অন্তর্ধান নিয়ে গঠিত মুখার্জী কমিশনের রিপোর্টের ওপর ভিত্তি করেই। এই বিষয়ে এ.আই.এল.এ.এফ.এর পক্ষে জয়দীপ বাবু এদিনের সাংবাদিক সম্মেলনে বলেন জাস্টিস মুখার্জী কমিশনের রিপোর্টে কোথাও কিন্তু গুমনামী বাবা’ই যে নেতাজী এ কথা বলা হয় নি। এ ছাড়াও জয়দীপবাবু চলচ্চিত্রটির নামকরণ নিয়েও তাঁদের অসন্তোষ ব্যক্ত করেন। তাঁরা বলেন দেশের একজন মহান বীরের জীবনীকে বিকৃত করার অধিকার কারও নেই।