নিজস্ব সংবাদদাতা, কলকাতা : সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবের সভাগৃহে মুক্তি পেল দুই তরুণ টেলিকম ইঞ্জিনিয়ার ঈশানু চক্রবর্তী ও পার্থ রানা’র লেখা ও সুরারোপিত শ্রীকান্ত আচার্য’র গাওয়া “উপহার” শীর্ষক একটি গান। এদিনের এই অনুষ্ঠানে এই গানটিকে উৎসর্গ করা হয় মিউজিক দুনিয়ার লিভিং লিজেন্ড যন্ত্রশিল্পী প্রতাপ রায় (বেবী দা) কে। প্রখ্যাত সন্তুর বাদক পন্ডিত তরুণ ভট্টাচার্য্য শুভ উদ্বোধন করেন এই গানটির। তাঁর গাওয়া উপহার গানটি সম্পর্কে শ্রীকান্ত আচার্য বলেন গানটির বড় বিষয় প্রতাপ দা’র মতো একজন বিখ্যাত ব্যক্তিত্বকে এই গানটি উৎসর্গ করা। তিনি বলেন যে গানে বেবী দা বাজিয়েছেন সেই গানে তিনি গলা দিতে পেরে ধন্য।
পন্ডিত তরুণ ভট্টাচার্য্য বলেন কাজটি করেছে পরবর্তী প্রজন্ম, এবং তাঁদের অভিনন্দন পেশাগত দিক থেকে আলাদা হয়েও এমন এক অসাধারণ সংগীত উপহার দেওয়ার জন্য। ঈশানু এবং পার্থ কে ধন্যবাদ জানিয়ে প্রতাপ রায় বলেন আমাদের জীবন থেকে মেলোডি ক্রমশঃ হারিয়ে যাচ্ছে, এই দুই তরুণ এই গানে বাংলার মেলোডিকে ফিরিয়ে এনেছে। তিনি বলেন তাঁর জীবনের বড় প্রাপ্তি এই গানটি তাঁকে যে উৎসর্গ করা হয়েছে সেটি। (নিজস্ব চিত্র)