ছন্দমালায় আজকের (১৭/০৮/২০১৯) প্রথম কবি উত্তর কলকাতার পাইকপাড়া নিবাসী বেসরকারি কোম্পানীতে হিউম্যান রিসোর্স বিভাগে কর্মরতা কবি ও বাচিক শিল্পী শর্মিষ্ঠা দে। বাচিক শিল্পের সঙ্গে সাবলীল গতিপথে শর্মিষ্ঠা খুব অল্প কয়েক সময় লেখালেখির দুনিয়ায় পা রেখে নিজের স্বত্তার প্রকাশ ঘটিয়েছেন। তাঁর প্রিয় কবি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও এই সময়ে কবি শুভ দাশগুপ্ত।